পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডুবুডি চেকপোস্ট
বেঙ্গল মিরর, কাজল মিত্র, কুল্টি : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হলো আসানসোলের 2 নং জাতীয় সড়কের বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্ট। উত্তেজিত জনতা ভাঙচুর করল ২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের ব্যারিকেড। নাকা চেকিং এর অফিসের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ ভাঙচুর হয়। বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর হয়। কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে খবর।পুলিশ পোস্টেও ভাঙচুর করা হয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/01/IMG-20230123-WA0061-500x281.jpg)
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী ও কমবেট ফোর্স। পুলিশ আসতেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি, কুলটি এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছায়।ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে পুলিশ। তবে এই বিশেষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি পুলিশ।তবে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।