পুলিশ চেকপোস্টে হামলা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সোমবার সন্ধ্যায় পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাংলা ঝারখন্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে। পুলিশ চেকপোস্টে হামলা চালানো থেকে শুরু করে পুলিশের একটি টহলদারি ভ্যান ও বেশ কয়েকটি মোটরসাইকেলকে ভাঙচুর করেছিল উত্তেজিত জনতা। পুলিশ ঘটনা সম্পর্কে কোন কিছু না জানাতে চাইলেও এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ।


গতকালই ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি নাম সুবোধ বাউরী সন্দীপ তুরী এবং রাজকুমার আগারওয়াল। ধৃত সুবোধ বাউরির বাড়ি কুলটির রামনগর এলাকায়, সন্দ্বীপ তুরি ঝাড়খন্ডের গিরিডি এবং রাজকুমার আগরওয়াল ঝাড়খন্ড চিরকুন্ডার বাসিন্দা বলে যানাযায় । এই তিনজনকে কুলটি থানা থেকে আজ আসানসোল আদালতে তোলা হয়।
- बर्नपुर में इंटर स्कूल कराटे चैंपियनशिप का आयोजन
- Asansol TMC नॉर्थ ब्लॉक 2 में कई नेताओं के पर कतरे गए, हंगामा
- Asansol नगरनिगम में दो अभियंताओं की नियुक्ति
- আসানসোলে বইমেলার আয়োজন, শুরু ৩ ফেব্রুয়ারি
- Asansol में 200 करोड़ से मेडिकल कॉलेज का प्रस्ताव