পুলিশ চেকপোস্টে হামলা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সোমবার সন্ধ্যায় পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাংলা ঝারখন্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে। পুলিশ চেকপোস্টে হামলা চালানো থেকে শুরু করে পুলিশের একটি টহলদারি ভ্যান ও বেশ কয়েকটি মোটরসাইকেলকে ভাঙচুর করেছিল উত্তেজিত জনতা। পুলিশ ঘটনা সম্পর্কে কোন কিছু না জানাতে চাইলেও এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ।














গতকালই ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি নাম সুবোধ বাউরী সন্দীপ তুরী এবং রাজকুমার আগারওয়াল। ধৃত সুবোধ বাউরির বাড়ি কুলটির রামনগর এলাকায়, সন্দ্বীপ তুরি ঝাড়খন্ডের গিরিডি এবং রাজকুমার আগরওয়াল ঝাড়খন্ড চিরকুন্ডার বাসিন্দা বলে যানাযায় । এই তিনজনকে কুলটি থানা থেকে আজ আসানসোল আদালতে তোলা হয়।
- Howrah – Anand Vihar Amrit Bharat Via Asansol साप्ताहिक को मिली मंजूरी
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল


