রানীগঞ্জে আইন ভঙ্গকারী টোটো চালকদের আটক, ১৪ টি টোটো বাজেয়াপ্ত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ শহরকে দুরারোগ্য ব্যাধি মত গ্রাস করা বেড়ে ওঠা টোটোর সঠিক চলাচলের জন্য ট্রাফিক নিয়ম-কানুন লাগু করে তা সমাধানের বারংবার পুলিশ প্রশাসন, বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরও সেই ট্রাফিক সমস্যা থেকেই গেছে। এবার সেই সমস্যা সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন কড়া হাতে নিয়ম ভঙ্গকারী টোটো চালকদের শায়েস্তা করার উদ্যোগ নিল।













শনিবার রানীগঞ্জ থানার পুলিশ ও রানীগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ শনিবার এক যোগে অভিযান চালিয়ে রানীগঞ্জ শহর এলাকার বেশ কয়েকটি অংশেই নো এন্ট্রি থাকা রাস্তাঘাটে গাড়ি চালানো ও গাড়ি দাঁড় করানোর অভিযোগ সহ ট্রাফিক আইন ভঙ্গকারী টোটো চালকদের কড়া হাতে দমন করে ১৪ টি টোটো বাজেয়াপ্ত করার পাশাপাশি নিয়ম ভঙ্গকারী টোটো চালকদের আটক করল। তাদের বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযোগ দায়েরও করেছে পুলিশ। উল্লেখ্য রানিগঞ্জ শহরে যানজট মুক্তির লক্ষ্যে বেশ কিছু ঘোষণা করা হয়েছিল টোটো চলাচল নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেসব নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে এরূপভাবে টোটো চালানো হয় পুলিশ প্রশাসন তাদের শায়েস্তা করার উদ্যোগ নিল বলেই জানা গেছে প্রশাসন সূত্রে।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

