RANIGANJ-JAMURIA

রাণীগঞ্জ বোরো দপ্তরের সামনে জাতীয় সড়কের ওপর বসে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : মঙ্গলবার রাণীগঞ্জ বোরো দপ্তরের সামনেই ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বসে ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলা কমিটির, রানীগঞ্জ মন্ডল ১ এর পক্ষ থেকে ১৮ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ আন্দোলনের সামিল হল বিজেপির কর্মী সমর্থকেরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে সুষ্ঠ ভাবে পরিচালকের লক্ষ্যে বিশাল পুলিশ বাহিনী হাজির থাকতে দেখা যায় রানীগঞ্জ বোরো দপ্তর চত্বরে। এদিন বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি-দাওয়া কে ব্যানার পোস্টারে তুলে ধরে জাতীয় সড়কের ওপর বসে পড়েন, এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে ৬০ নম্বর জাতীয় সড়ক।

এ দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে ১৮ দফা দাবি তারা তুলে ধরেন আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা রানীগঞ্জ বোরো দপ্তরের দায়িত্বে থাকা দিব্যেন্দু ভগতের হাতে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল প্রতিটি ওয়ার্ডে পানীয় জল ও হাউস কানেকশনের ব্যবস্থা, নর্দমা সাফাই, মশা মারার উপযুক্ত ব্যবস্থা, বালি পাচার রোধ, যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, পুকুর ভরাটের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ, পুকুর সংস্কারের ব্যবস্থা গ্রহণ, জনবহুল এলাকায় শৌচালয়ের ব্যবস্থা। ফুটপাত দখলমুক্ত করার সাথেই, বিশেষভাবেই দাবি ওঠে অবিলম্বে বোরো দপ্তরে চেয়ারম্যান নিয়োগের। এছাড়াও জে সকল বহুতল আবাসন গুলি অন্যায় ভাবে জল স্তরের উপর আঘাত হানছে বোরিং করে, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা ও ট্রেড লাইসেন্সের সরলীকরণের দাবি করেন তারা।

দিব্যেন্দু ভগত এই দাবি দাওয়া গুলি খতিয়ে দেখে বিষয়গুলি নিয়ে আলোকপাত করে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিতে দেখা যায় জেলা সভাপতি দিলীপ দে, মন্ডল সভাপতি দেবজিৎ খা, জেলার সাধারণ সম্পাদিকা আশা শর্মা, বিধানসভার কো কনভেনার শামসের সিং, মন্ডল ইনচার্জ জয়ন্ত মিত্র, রাজ্য সদস্য সভাপতি সিং প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *