অবৈধ কয়লাবাহী ট্রাক আটক, পাথরের জাল চালানসহ চালককে আটক করেছে চৌরঙ্গী পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত দুবুডিহি চেকপোস্টে চেকিংয়ের সময় অবৈধ কয়লা বোঝাই একটি 12 চাকার ট্রাক আটক করেছে। গত বুধবার চৌরঙ্গী পুলিশ অবৈধ কয়লা সহ একটি 14 চাকার ট্রাক আটক করেছিল । একই ভাবে বুধবার অবৈধ কয়লাসহ ট্রাক আটকের পর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/02/IMG-20230204-WA0009-500x273.jpg)
প্রাপ্ত জানকারী অনুসারে, চৌরঙ্গী ফাড়ি থানা পুলিশ তদন্ত চলাকালিন কালে ট্রাকটিকে থামিয়ে নথিপত্র খতিয়ে দেখে জানতে পারে ট্রাকটিতে কয়লা বোঝাই এবং নকল পাথরের সাহায্যে অবৈধ কয়লা বাংলায় নিয়ে যাওয়া হচ্ছে।পুলিশ অবৈধ কয়লা বোঝাই ট্রাকটি জব্দ ও ট্রাক চালক সুমন মোদককে আটক করেছে। চৌরঙ্গী ফাড়ির নতুন ইনচার্জ সিতল নাগের নেতৃত্বে একই বিষয়ে তদন্ত করা হচ্ছে।