শিক্ষিত ছেলেমেয়েদের ডাকা হচ্ছে ইন্টারভিউয়ে, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার উদ্যোগ প্রশাসনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ এতদিন পর্যন্ত সরকারি ক্ষেত্রে চাকরি দেওয়ার জন্য শিক্ষিত ছেলেমেয়েদের কল লেটার দিতো জেলা বা মহকুমার কর্ম বিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। কিন্তু এবার ছেলেমেয়েদের বিভিন্ন বেসরকারি সংস্থা ও কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য উদ্যোগী হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কর্ম বিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ।




সোমবার এমনই দুটি বেসরকারি সংস্থায় চাকরির জন্য ইন্টারভিউয়ে ডাকা হয়েছিলো ছেলেমেয়েদেরকে। এদিন সবমিলিয়ে ৪০০ জনেরও বেশী ছেলেমেয়েকে ডাকা হয়। এই প্রসঙ্গে আসানসোল কর্ম বিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট অনুজ চক্রবর্তী বলেন, সাধারণ কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে সরকারি ক্ষেত্রে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিলো। কিন্তু রাজ্য এই ক্ষেত্রে সরকার বিভিন্ন কমিশন তৈরি করেছে। তার মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, তাই এবার এই কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে বেসরকারি সংস্থা ও কোম্পানিতে চাকরি দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিন এমন দুটি সংস্থা ও কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউয়ে ছেলেমেয়েদেরকে ডাকা হয়। একটি বেসরকারি সংস্থার সেলসের কাজের জন্য সবমিলিয়ে ১৫০ জনের ইন্টারভিউ হয়। তার মধ্যে এদিন ২১ জনকে বাছাই করা হয়েছে। সেই ২১ জনের মধ্যে ৬ জনকে চাকরি দেওয়ার ব্যাপারে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। বাকি ১৫ জনকে আরো একদফায় ইন্টারভিউ নেওয়া হবে বলে সংস্থার তরফে বলা হয়েছে। অনুজবাবু বলেন, অন্য কোম্পানি তাদের উড়িষ্যার কারখানার জন্য ২০২২ সালে ৬০ শতাংশ নম্বর নিয়ে বিঞ্জান বিভাগে পাশ করা ছেলেমেয়েকে চাকরি দেওয়ার ইন্টারভিউ নিয়েছে। তাদের বছরের বেতন হবে সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকা। তিনি বলেন, এই প্রক্রিয়ায় ভালো সাড়া পাওয়া গেছে। আমাদের আশা এর ফলে শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাবে।
- বার্নপুরে বন্ধ গাড়িতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- Burnpur कार में मिला शव, इलाके में सनसनी
- আসানসোলে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের ” এসো হে বৈশাখ “
- कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल सांस्कृतिक और साहित्यिक कार्यक्रम
- पांडवेश्वर में बच्चे की खोपड़ी, हड्डियां और कपड़े के टुकड़े बरामद, सनसनी