পুরনিগমের হাতে এলো চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরিকাঠামোর উন্নতিতে পরিদর্শন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃপশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে চারটি পিএসসি বা প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র আসানসোল পুরনিগমকে দেওয়া হলো। এই চারটি পিএসসি থেকে ইউপিএসসি বা আপার প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র হিসাবে উন্নিত করা হলো। এনইউএইচএম বা ন্যাশানাল আর্বান হেল্থ মিশনে এখন থেকে এই চারটি ইউপিএসসি চালাবে আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দপ্তর। এই চারটি ইউপিএসসি হলো ২০ নং ওয়ার্ডের মরিচকোটা, ৮৭ নং ওয়ার্ডের ডামরা, ৯৪ নং ওয়ার্ডের ধেনুয়া ও ৯৭ নং ওয়ার্ডের ডিহিকা।
মঙ্গলবার সকালে এই চারটি স্বাস্থ্য কেন্দ্রে ভবন ও পরিকাঠামো ঠিক কোন জায়গায় রয়েছে তা খতিয়ে দেখে আসানসোল পুরনিগমের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র দিব্যেন্দু ভগৎ, পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ (১) ডাঃ সৈকত প্রধান, পুরনিগমের চীফ মেডিকেল অফিসার অফ হেল্থ ডাঃ দীপক গাঙ্গুলি, হেল্থ অফিসার সহ অন্যান্যরা। তারা চারটি স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ও ভবন ঘুরে দেখেন। কি স্বাস্থ্য পরিসেবা এখন দেওয়া এই স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে তার তথ্য নেওয়া হয়। কতজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী রয়েছেন তারও খোঁজখবর নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ডেপুটি মেয়র ও চীফ মেডিকেল অফিসার অফ হেল্থ বলেন, আগে থেকেই আসানসোল পুরনিগমের অধীনে ২৩ টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আবার নতুন করে চারটি ওয়ার্ডে আরো চারটি পিএসসি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া গেলো। এইগুলিকে পিএসসি থেকে ইউপিএসসিতে উন্নিত করা হয়েছে। আপাততঃ চারটিতেই আউটডোর বা বহির্বিভাগ থেকে ওয়ার্ডের বাসিন্দারা চিকিৎসা পরিসেবা পাবেন। গর্ভবতী মায়েদের প্রাথমিক চিকিৎসা করা হবে। শিশুদের টীকাকরণও এখান থেকে হবে। তারা আরো বলেন, ভবন সম্প্রসারণ করতে হবে। এরপর এক্সরে, ইসিজি করা সহ অন্যান্য পরিসেবা চালু করার একটা পরিকল্পনা রয়েছে।
আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ বলেন, আমাদের উদ্দেশ্য ওয়ার্ডে একেবারে ঘরের কাছে মানুষদের নুন্যতম স্বাস্থ্য পরিসেবা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবকিছু করা হচ্ছে।