RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিএলআরকে ঘেরাও করে তৃণমূলের বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : তৃণমূলের জেমেরি ও বাঁশড়া অঞ্চলের অঞ্চল সভাপতি নেতৃত্বে এবার রানীগঞ্জের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে রানীগঞ্জের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে বি এল আর দপ্তর, বাস্ত ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে বলেই দাবি করে বি এল আর কে ঘেরাও করে চলল বিক্ষোভ। তারা এদিন দীর্ঘক্ষণ ধরে বি এল আর ও কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি দপ্তরের বেশ কিছু কর্মীর কাছে জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে এলে তারা নানা অজুহাতে জমির মালিকদের বারংবার ফিরিয়ে দেয়, এমনকি কোন অভিযোগ করতে এলেও শোনা হয় না সেই সকল সমস্যা।

তাদের দাবি পুকুর ভরা থেকে শুরু করে সরকারি জমি দখল ও অন্যায় ভাবে জমির মাটি কেটে ইটভাটায় মাটি দেওয়ার বিরুদ্ধে অভিযোগ করা হলে কোন ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি সরকারিভাবে বাসরা অঞ্চলে রাস্তা তৈরির কাজ হলেও সেই কাজ শুধুমাত্র রাস্তার মাপ না করার জন্য তিন মাস ধরে নির্মীয়মান রাস্তার কাজ বন্ধ রয়েছে বলে দাবি করে তারা জানান এই রাস্তা নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়ছে এলাকার বাসিন্দারা। মঙ্গলবার এমনই সব দাবি করে তারা বি এল আর ও কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বি এল আর ও সুমন সরকার জানিয়েছেন সমস্ত বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply