RANIGANJ-JAMURIA

ডিএ প্রদানের দাবিতে সোচ্চার হল ১২ জুলাই সংগঠনের নেতা কর্মীরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শ্রমিক ,কর্মচারী ও শিক্ষকদের যুক্ত মঞ্চ, ১২ জুলাই কমিটির, রানীগঞ্জ শাখার পক্ষ থেকে, বৃহস্পতিবার রানীগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়, রাজ্য সরকারের ৩৫ শতাংশ বকেয়া ডি.এ, ও কেন্দ্রীয় সরকারের ডি.এ হারে, ডি.এ প্রদানের দাবিতে, সোচ্চার হল সংগঠনের নেতা কর্মীরা। তারা এদিন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে তাদের দাবিদাওয়া গুলি জনসমক্ষে তুলে ধরে, তারা রাজ্য সরকারের বঞ্চনার শিকার হয়েছেন বলেই দাবি করে, রাজ্যের অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটের ডি.এ.য়ের যে ৩ শতাংশ বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধিকে ভিক্ষা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন।

তারা এদিন হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের আন্দোলন দিন প্রতিদিন আর তীব্রতর হবে। একই সাথেই আগামীতে তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হবেন জানান বলেই জানান। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে কাজ বয়কট করা হবে এই বলে হুঁশিয়ারিও দেন তারা। এদিনের এই কর্মসূচি থেকেই ১৭ ই ফেব্রুয়ারি বিধানসভা অভিযান ও রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করার কর্মসূচিতে শামিল হওয়ার ডাক দেন তারা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হন, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, কল্লোল ঘোষ, বিমল গোস্বামী প্রমূখ। এদিনের এই পথসভায় বক্তব্য রাখেন ১২ জুলাই কমিটির আহ্বায়ক হীরক গাঙ্গুলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *