BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়পুরে ৫৬ লক্ষ টাকা খরচ করে তৈরি রাস্তার উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র : শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়পুর থেকে হিন্দুস্তান কেবলসের আপার কেশিয়া মোড় পর্যন্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তহবিল থেকে প্রায় ৫৬ লক্ষ টাকার বিনিময়ে সাড়ে তিন কিলোমিটার পিচ রাস্তার শুভ উদ্বোধন করা হয়।এইদিন নারকেল ফাটিয়ে ও ফলক সরিয়ে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী।তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেকে।


এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী বলেন রাজ্যের মানুষের উন্নয়নের জন্যই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি উন্নয়ন ছাড়া আর কিছুই বুঝেন না।অন্য দল উন্নয়নের কাজ করে ভোটের জন্য কিন্তু তৃণমূল কাজ করে মানুষের সুবিধার জন্য।


এদিন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন এক বছর আগে এই রাস্তার কাজের শিল্যানাস করা হয়ে ছিল।আর রাস্তা তৈরি তাই আজ রাস্তাটির উদ্বোধন করা হল।এতে এলাকার মানুষজন প্রচুর উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *