ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে স্কুটির চাকায় শাল জড়িয়ে মৃত্যু হল দুর্গাপুরের মহিলার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রাণীগঞ্জ: স্কুটির চাকায় শাল জড়িয়ে মৃত্যু হল মহিলার। শুক্রবার বিকেলে রানীগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় চুন ভাটি সংলগ্ন এলাকায়, একটি স্কুটির মধ্যে থাকা ছেলে ও তার মা, দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে, যাওয়ার পথে পড়ল দুর্ঘটনার কবলে। প্রত্যক্ষদর্শিরা জানান এদিন তারা জাতীয় সড়কের এই অংশ দিয়ে যাওয়ার সময়, স্কুটির পেছনের চাকায় দুর্গাপুরের অরবিন্দ নগর থানা এলাকার বাসিন্দা বছর ৪৫ এর লিপিকা মন্ডলের গায়ের শাল, স্কুটির চাকায় জড়িয়ে যাওয়ায়, মুহূর্তে জাতীয় সড়কের ওপর, স্কুটিটি আছড়ে পড়ায়, স্কুটির মধ্যে থাকা ওই মহিলা গুরুতরকভাবে আহত হয়। তবে তার ছেলে এই ঘটনায় অল্প বিস্তর আহত হয়।

পরে বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করে, রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দিলে, পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই লিপিকা মন্ডলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। যদিও তার ছেলে গৌরাঙ্গ মন্ডল, অল্প বিস্তার আহত হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা এদিন দাবি করেছেন, শুধুমাত্র ওই মহিলার গায়ে থাকা শাল স্কুটির চাকায় জড়িয়ে যাওয়ার কারণেই ঘটে এই ঘটনা। একি সাথেই তাদের দাবি, ওই মহিলা কমজোর হেলমেট পরে থাকায়, তার মাথার আঘাত গুরুতর হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে বলেই অনুমান স্থানীয়দের। জানা গেছে ওই যুবক তার মাকে সঙ্গে নিয়ে আসানসোলে তাদের মামাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরই মাঝেই এই ঘটনা ঘটনায় হত চকিত হয়ে পড়েছে সকলেই।

Leave a Reply