অঞ্চলে একদিন কর্মসূচিতে সমাডিতে বিধায়ক বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকে একের পর এক পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে এলাকার মানুষের কাছে যাচ্ছেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।রবিবার দিন সামডি গ্রাম পঞ্চায়েত দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান।প্রথমে তিনি মুক্তাইচন্ডী মন্দিরে পূজো করেন।সেখানে মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়কে।তারপর তিনি লহাট গ্রামে যান সেখানে গ্রামের দূর্গা মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের অভিযোগ গুলি শুনেন।সেখান থেকে মোহনপুর পাহাড়গোড়া প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন।



তারপর তিনি কবিতা বাউরি নামক এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন।সেখান থেকে তিনি সামডি পঞ্চায়েত পরিদর্শন করবেন ও সামডি বাজার পরিদর্শন করবেন এবং সেখানে একটি পথসভা করবেন।সেখান থেকে তিনি সামডি গ্রামের দূর্গামন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলে কর্মী সমর্থকদের নিয়ে এক সভা করবেন।সেখান থেকে তিনি উজ্জ্বল সূত্রধর নামক এক তৃণমূল কর্মীর বাড়িতে রাতের ভোজন করবেন বলে জানান। তাছাড়াও এদিন তিনি সামডি অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন এবং এলাকার বয়স্ক মানুষদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार
- আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ
- Asansol : Railpar में 450 करोड़ के फर्जीवाड़ा का दावा ? TMC नेता का क्या कनेक्शन ?
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग