গাড়ির পার্কিং ব্যবস্থা জন্য ডুবুরডিহি চেকপোষ্টে পরিদর্শন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌরনিগমের ডেপুটিমেয়র ওয়াসিমুলহক ও মেয়র পরিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র স্থানীয় কাউন্সিলার মুনমুন মুখার্জী সহ আরো কউন্সিলার দের নিয়ে কুলটিবিধানসভার অন্তর্গত পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্টে পরিদর্শন করলেন!এই বিষয়ে ডেপুটিমেয়র ওয়াসিমুলহক বলেন যে ভিনরাজ্য থেকে আগত ট্রাক রাস্তার উপর দাঁড়ানোর জন্য প্রায় যানজটের সৃষ্টি হয় ফলে প্রায়সময় দুর্ঘটনা ঘটেছে তাই আশেপাশের গ্রামের মানুষ এই বিষয়ে অভিযোগ করেন তাই আজকে এই পরিদর্শন!




গাড়ির পার্কিং ব্যবস্থা জন্য আরো যায়গা চিন্নিত করা হয় সেলটেক্স অফিস সংলগ্ন ময়দান এলাকায় ময়দান টী ঠিককরা হলে সেখানেও অনেক গাড়ি পার্কিং করা যাবে বলে যানান !সাথে টয়লেট ও বাথরুম না থাকতে যেখানে সেখানে গাড়ির চালক রা মলমূত্রত্যাগ করছে সেই বিষয় নিয়েও আশেপাশের গ্রামের মানুষ রা অভিযোগ করেছিলেন সেই বিষয় টীও দেখা হচ্চে!কারণ মানুষের যেন অসুবিধা না হয় সেই কারণে আজকের এই পরিদর্শন!
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি
- IT RAID : कारोबारी के ठिकानों पर दबिश, घंटों जांच
- প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে আয়কর দপ্তরের হানা
- আসানসোল পৌর নিগমের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন, গাছের চারা বিলি