আসানসোলে মিডওয়েস্ট হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির
উদ্বোধনে উপস্থিত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের প্রাণকেন্দ্র জিটি রোড ভগৎ সিং মোড়ে বেসরকারি হাসপাতাল মিডওয়েস্ট হসপিটালের উদ্যোগে রবিবার হাসপাতাল চত্বরেই একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকালে এক অনুষ্ঠানে এই রক্তদান শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ ঘটক বলেন, আসানসোল ঝাড়খণ্ড রাজ্যের পাশে অবস্থিত হওয়ার গরম বেড়ে যাবার সঙ্গে সঙ্গেই আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়। কারণ আশেপাশের জেলাগুলি থেকে এমনকি পার্শ্ববতী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বিভিন্ন রোগী চিকিৎসা করবার জন্য আসানসোলে এবং পশ্চিম বর্ধমান জেলায় আসেন। আর এক্ষেত্রে ক্লাব এবং বিভিন্ন সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের কর্মীরা যেভাবে রক্তদান করছেন তা রীতিমত প্রশংসনীয়। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জেলাতে রক্ত সংকটের অভাব হবেনা। এক্ষেত্রে মিডওয়েস্ট হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।
হাসপাতালের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার দেবজ্যোতি উপাধ্যায় এবং জিএম অপারেশনস জয়দীপ ভৌমিক বলেন, গত বছর এরকমই রক্তদান শিবিরে বেশ ভাল সংখ্যক রক্তদাতা রক্তদান করেছিলেন। এবারেও সেরকমই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওই অনুষ্ঠানে দেবজ্যোতি উপাধ্যায় নিজেও রক্তদান করেন। তাদের সঙ্গে রক্তদান করেন অভিষেক আগরওয়াল সহ অন্যান্য পুরুষ ও মহিলা কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রক্তদান মোট ৩১ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
- ” मेरे पापा !..श्रेया सुमन “
- Raniganj Master Plan पैकेज में होगा बदलाव, पीएचई काटेगा अवैध कनेक्शन