ASANSOL

যানজটে দুর্ভোগ সাধারণ মানুষের, প্রায় অবরুদ্ধ শহরের অন্যতম প্রধান রাস্তা, ট্রাফিক সামলাতে থানার আইসি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সপ্তাহ শুরুর একবারে প্রথম দিন সোমবার সকাল থেকে যানজটের কবলে আসানসোল শহরের অন্যতম প্রধান রাস্তা এসবি গরাই রোডের একাংশ। এদিন সকাল এগারোটার পর থেকে এসবি গরাই রোডের ইসমাইল মোড় থেকে আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন মহিশীলা কলোনি মোড় পর্যন্ত রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বেলা সাড়ে বারোটার সময় দেখা যায় আসানসোল জেলা হাসপাতালের মেন গেটের সামনে রাস্তায় নেমেছেন আসানসোল দক্ষিণ থানার আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। বেশ কিছুক্ষুন তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে রাস্তায় থেকে যানজট তুলতে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন।
তবে আসানসোল শহরের এসবি গরাই রোডের ইসমাইল মোড়, মহিশীলা কলোনি মোড়, বুধা মোড় কোর্ট বাজার রেলগেটে যানজট নতুন কিছু নয়। বলতে গেলে প্রতিদিন এইসব এলাকায় একাধিকবার যানজট হয়। তাতে এ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি থেকে জরুরি কাজের গাড়ি আটকে পড়ে। জিটি রোডের একাংশে বেশ কিছুদিন হলো টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। তারপরে এই এসবি গরাই রোডের টোটো চলাচল বেড়েছে। আর তাতেই বেড়েছে যানজট।


এদিন সকাল সাড়ে এগারোটার পরে এসবি গরাই রোডের ইসমাইল মোড় থেকে যানজট হতে শুরু করে। তারপর তা আস্তে আস্তে ইসমাইল মোড়ের দুদিকে ছড়িয়ে পড়ে। সবচেয়ে খারাপ হয় আসানসোল জেলা হাসপাতালের সামনের অংশে। যানজট থেকে বাঁচতে অনেক দুচাকা ও চারচাকা গাড়ি ঢুকে পড়ে জেলা হাসপাতালের ভেতরের রাস্তায়। ফলে সেই রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। সমস্যায় পড়েন হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্য ও চিকিৎসা করাতে আসা মানুষেরা। হাসপাতালের ভেতরে রোগী নিয়ে আটকে পড়ে একাধিক এ্যাম্বুলেন্স। শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি ও ট্রাফিক গার্ডের পুলিশ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে যানজট মুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *