আসানসোল স্টেশন রোডে চোর সন্দেহে যুবক আটক
এক নজরে আজকের খবর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News In Bengali Today ) আসানসোল স্টেশন রোডের ১৩ নম্বর মোড়ে চোর সন্দেহে এক যুবককে আটক করলো এলাকার বাসিন্দারা। মঙ্গলবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অভিযোগ এক যুবক স্টেশন রোডের এক ফলের দোকান থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। সেই খবর পেয়ে এলাকার বাসিন্দারা ধাওয়া করে ঐ যুবককে ধরে ফেলেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফের জওয়ানরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঐ যুবকেকে আটক করেছে আরপিএফ। গোটা ঘটনা আরপিএফের আধিকারিকরা তদন্ত করে দেখার পাশাপাশি ঐ যুবককে জেরা করেন।









কুলটির বরাকরে অটো চলাচলে সমস্যা , চালকদের সঙ্গে কথা আইএনটিটিইউসি নেতার




বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বরাকরে অটো চলাচলে সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার দ্বারস্থ হয় অটো চালকরা।
মঙ্গলবার সকালে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে অটো চালকরা আসেন। আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, বরাকরে অটো চালকদের অটো চলাচল নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন ঐ এলাকায় বেশিরভাগ ঝাড়খণ্ড নম্বরের অটো চলে। তাই সেক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।৷ এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হবে বলে আইএনটিটিইউসির নেতা জানিয়েছেন ।
বারাবনিতে প্রাথমিক স্কুল পরিদর্শনে বিধায়ক বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনির গৌরান্ডি বাজার প্রাথমিক স্কুল মঙ্গলবার পরিদর্শন করলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন তিনি এই স্কুলের পুরো এলাকা ঘুরে দেখেন। বর্তমানে এই স্কুলে কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিয়েছেন বিধান উপাধ্যায়। স্কুল কতৃপক্ষের তরফে তাকে জানানো হয়েছে এই স্কুলে পানীয় জলের সমস্যা রয়েছে। সব শুনে এই পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।বারাবনি ব্লকের পানুড়িয়া এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং। এদিনের কর্মসূচির মাধ্যমে পানুড়িয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। সেইসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধান উপাধ্যায়।
অন্য দিকে, এদিন বারাবনির পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত কর্মীদের বৈঠক করলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে এই বৈঠক করা হয়েছে।
জানা গেছে, এদিনের বৈঠকে পঞ্চায়েত এলাকায় মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি প্রকল্প গুলোর সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।এর পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।
মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে।আরও ভালো করার পরামর্শ দেওয়া হয়েছে।
এরপর এদিন দলীয় কর্মসূচিতে গিয়ে দলীয় নেতার বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। মঙ্গলবার বারাবনি এলাকায় দলীয় কর্মসূচিতে গেছিলেন বিধান উপাধ্যায়। এদিন দুপুরে পানুড়িয়ার আদর্শ বাংলা পাড়ায় বিজয় রাউতের বাড়িতে মাটিতে বসে ভাত, ডাল ও সবজি খেলেন মেয়র বিধান উপাধ্যায়।
ডেঙ্গি প্রতিরোধ নিয়ে সেমিনার বার্নপুরে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের উদ্যোগে বার্নপুর সম্প্রতি ভবনে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার হওয়া এই সেমিনারে আসানসোল পুরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গাঙ্গুলি সহ পুরনিগমের স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন। এই সেমিনারে পুরনিগমের আশা কর্মী ও স্যানিটেশন বিভাগের কর্মীদের ডাকা হয়েছিল।
জানা গেছে, চলতি বছরে আসানসোল পুরনিগম এলাকায় ডেঙ্গি প্রতিরোধে কি কি কর্মসূচি করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিভাবে সার্ভে বা সমীক্ষার কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা এই বিষয়ে আশা ও স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন।





