ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা চার পরীক্ষার্থীর

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল জেলা হাসপাতালের ওয়ার্ড কেবিনে বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা দিলো আসানসোল মহকুমার চার পরীক্ষার্থী। এদিন মাধ্যমিককের অঙ্ক পরীক্ষা ছিলো। এই চারজনের পরীক্ষার গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা সেলের আসানসোল সাবডিভিশন কনভেনারের প্রতিনিধি বীরেন্দ্র সিংয়ের। চার পরীক্ষার্থীর নাম হলো অঙ্কিতা রায়, মনীষা কুমারী হাড়ি, নাজ খাতুন ও শশী রুইদাস।


এই চারজনের মধ্যে জামুড়িয়া থানার বেনালি গ্রামের বাসিন্দা নাজ খাতুন ও শশী রুইদাস বেনালি শ্রী সিকেসিটি হাইস্কুল স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলো। তাদের পরীক্ষা কেন্দ্র ছিলো জামুড়িয়ার ইকড়া হাইস্কুল। বুধবার বিকেলে পরীক্ষা শেষ করে তারা টোটো করে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলো। তখন ইকড়া রোডে সেই টোটো উল্টে যায়। তাতে শশীর ডানহাতে ও নাজের ডানপায়ে চোট লাগে। দুজনকে সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তারা দূর্ঘটনার প্রাথমিক ধাক্কা সামলে পরীক্ষা দেওয়ার কথা জানায়। তখন তাদের জেলা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়। শশীর ডানহাতে চোট থাকলেও, সে নিজেই পরীক্ষা দিয়েছে।


অন্যদিকে, অঙ্কিতা রায় ও মনীষা কুমারী হাড়ি আসানসোলের উষাগ্রাম গালর্স ও পাঁচগাছিয়া আদর্শ হিন্দি হাইস্কুল থেকে পরীক্ষা দিচ্ছিলো। বুধবার তারা অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারের মতো বৃহস্পতিবারও তারা জেলা হাসপাতালে পরীক্ষা দিয়েছে।
বীরেন্দ্র সিং বলেন, মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতো পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় সব ব্যবস্থা আসানসোল জেলা হাসপাতালে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *