অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা,দিনভর নাটক, হাত তুলে নিলো ইডি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত :আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পরে অনুব্রত মণ্ডলের দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার হাত তুলে নিলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ইডির তরফে আসানসোল জেল কতৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়,
অনুব্রতকে দিল্লি নিয়ে আসার দায়িত্ব আমাদের নয়।
যে ভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, সেই ভাবেই অনুব্রতকেও আনতে হবে। এই কথাওআসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিল ইডি। এতে রীতিমতো বেকায়দায় আসানসোল জেল কর্তৃপক্ষ।
আর এর পরেই পুরো বিষয়টি জানিয়ে আইজি কারা দফতরকে চিঠি দিল আসানসোল জেল কতৃপক্ষ।




জানা গেছে, সোমবার পুরো বিষয়টা জানিয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হচ্ছে আসানসোল কর্তৃপক্ষ।
কেননা, আসানসোল জেল কতৃপক্ষ ইমেল মারফত আসানসোল সিবিআই বিশেষ আদালতে জানিয়েছিলো, যে ইডি অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যেতে চায়। সেই মতো আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত অনুমতি দিয়েছিলো। সেই অনুমতিকে চ্যালেঞ্জ করে অনুব্রত মন্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু তা খারিজ হয়ে যায়।
আরো জানা গেছে, নিজের দিল্লি যাওয়া আটকাতে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছেন অনুব্রত মন্ডল।
সবমিলিয়ে বলা যেতে পারে যে, শনিবারের পর রবিবার সকাল থেকে নাটকের পরে চরম অনিশ্চয়তা তৈরী হলো কেষ্ট মন্ডলের দিল্লি যাওয়া নিয়ে।