ASANSOL

কখন দিল্লি যাত্রা অনুব্রত মন্ডলের, কাটেনি অনিশ্চয়তা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চ শনিবার বিকেল পাঁচটার সময় নির্দেশ দিয়েছে। মেলেনি কোন রক্ষা কবচ। তারপরেও রবিবার সকাল পর্যন্ত পরিষ্কার হয়নি কবে, কখন আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার থেকে দিল্লি যাবেন অনুব্রত মন্ডল ? ইডি, আসানসোল জেল কতৃপক্ষ ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট কেউই রবিবার সকালে এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারে নি।


দীর্ঘ কয়েক মাসের আইনী লড়াই ও জটিলতা কাটিয়ে গরু পাচার মামলায় অনুব্রতকে জেরার জন্য দিল্লি নিয়ে যাওয়ার ইডির চেষ্টা সফল হয়েছে। কিন্তু ইডি সরাসরি আসানসোল জেল থেকে অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে না। তাকে নিয়ে যাবে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের কাছে অনুব্রতকে তুলে দেবে জেল কতৃপক্ষ। তারপর পুলিশ আদালতের নির্দেশ মতো দিল্লি নিয়ে যাবে ও রাউজার্স কোর্টে তুলবে।


ইডির তরফে বলা হয়েছে শনিবার রাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি জেল কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে, জেল সূত্রে জানা গেছে, ঐ কপি পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে তা পাঠানো হয়েছে। কিন্তু অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য পুলিশ কমিশনারেট কি ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে তা জানানো হয় নি।
যদিও পুলিশ কমিশনারেট সূত্রে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এই ব্যাপারে।
প্রসঙ্গতঃ, এই আসানসোল জেল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *