লহমা পত্রিকার উদ্যোগে সাহিত্যের আলোচনা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : গত পনেরো বছর ধরে সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে আন্তরার্জ্য অনুগল্প খ্যাত রূপনারায়নপুরের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা লহমা ।রবিবার এই পত্রিকার উদ্যোগে সারাদিনব্যাপী নিম সাহিত্যের সেকাল একাল ,ছোট গল্পের বিবর্তন ,আজকের অনুগল্প কোন দিকে এবং বর্তমান কবিতার ভবিষ্যৎ এইসব বিষয়গুলি নিয়ে দিনভর আলোচনা হয়।













উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের ভিনরাজ্য ছাড়াও এ রাজ্যের মধ্যে ছিলেন বিশিষ্ট গল্পকার বিমান বন্দ্যোপাধ্যায় ,বীরেন শাসমল, সুকুমার রুজ, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসুন রায় অনুগল্প পত্রিকার সম্পাদক কল্যাণ ভট্টাচার্য। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ছোটগল্পকার ও আইনজীবী আশিস মুখোপাধ্যায়, ছড়াকার পার্থপ্রতিম আচার্জি, কবি ও আবৃত্তিকার বিশ্বদেব ভট্টাচার্য সহ একাধিক কবি সাহিত্যিককে ।এছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আঞ্চলিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান ও শ্রোতাদের মন জয় করে। এই অনুষ্ঠানে একাধিক বই ও প্রকাশিত হয়।
- অবৈধ কয়লা ও বালি পাচার মামলায় ইডির তৎপরতা, ঝাড়খণ্ড, কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ ৩০ টিরও বেশি জায়গায় অভিযান
- RANIGANJ, पांडवेश्वर, कुल्टी में भी ईडी की छापेमारी, भालोटिया, नंदा, युधिष्ठिर के ठिकानों पर दबिश
- পাণ্ডবেশ্বরে ইডির হানায় চাঞ্চল্য এলাকায়
- Kolkata और Dhanbad में कोयला कारोबारी के ठिकानों पर ED का छापा
- निभा प्रकाश ने उज्जैन के महाकालेश्वर मंदिर के मुख्य द्वार का 25 किलो चांदी से निर्मित दरवाजा अर्पण किया

