মালয়েশিয়ায় পুরস্কার জয় করে সালানপুরের মুখ উজ্জ্বল করলেন সিঁথি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মালয়েশিয়া থেকে পুরস্কার জয় করে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের নাম উজ্জ্বল করলো সিঁথি চ্যাটার্জী।জানা যায় কয়েকদিন আগে বর্ধমানের প্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যবাসা ও হিন্দুস্তান আর্ট এন্ড মিউজিক সোসাইটির হাইকমিশন অফ ইন্ডিয়া এবং আই.সি.সি.আর মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় সংস্কৃতিক অনুষ্ঠান।যেখানে আন্তর্জাতিক নিত্য গুরু অমৃতা দাসের তত্ত্বাবধানে বর্ধমান থেকে ২০জনের একটি দল মালয়েশিয়ায় নিত্য পরিবেশন করেন।




সেখান থেকে তারা মানুষের মন জয় করে ফিরে এলেন। জানা গিয়েছে পন্ডিত প্রসেনজিৎ পোদ্দারের আমন্ত্রণে মালয়েশিয়ায় মঞ্চে অত্যন্ত সুনামের নিত্য পরিবেশন করে নৃত্য ভাষায় প্রেরণার শিল্পীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সোমনাথ পান্ড,তুনা রুদ্র,মোহনা ঘোষ, সিঁথি চ্যাটার্জি ও শিশু শিল্পী অরিশা পাল।
- SAIL ISP सेफ्टी विभाग में तृणमूल पार्षद की दबंगई, वीडियो वायरल
- “90% निवेशक नहीं बना पाते करोड़ों का पोर्टफोलियो – क्या आप भी उनमें से एक हैं ?
- আসানসোলে ছিনতাইয়ের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ৪, উদ্ধার ২ লক্ষ টাকা
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 2लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी