PANDESWAR-ANDAL

হরিপুরে কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, হরিপুর : পাণ্ডবেশ্বর হরিপুরে কো-অপারেটিভ সোসাইটি ও বহুজাতিক সংস্থার যৌথ উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়। বহুজাতিক সংস্থার সাথে গাঁটছরা বাধলো কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সোসাইটি এখন উন্মুক্ত বাজারে প্রবেশ করল।বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কোলিয়ারী এলাকায় হরিপুর কোলিয়ারী এমপ্লয়িস কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড ও রিলায়েন্স সংস্থার jio যৌথ উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সমবায় মন্ত্রী অরূপ রায় ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়।

দেখে দেখে কোপারেটিভ সোসাইটি গুলি কে আরো অত্যাধুনিক বাজারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে ও লাভজনক করে তুলতে আধুনিকরণ করা হচ্ছে। তাই পাণ্ডবেশ্বর এর মত মফস্বল এলাকায় এই ডিপার্টমেন্টাল স্টোর খোলার যথেষ্ট তাৎপর্য রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সত্যব্রত সামন্ত, চেয়ারম্যান ফেডারেশন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড,পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী, সহ-সভাপতি রমা রুইদাস,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় বলেন, এই পদক্ষেপ এক নতুন দিশা দেখাবে কো-অপারেটিভ সোসাইটি কে। পশ্চিমবঙ্গের যত কপাটিপ সোসাইটি রয়েছে তাদেরকে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া এবং লাভজনক করাই মূল উদ্দেশ্য। সুর মত জায়গায় প্স্টর যথেষ্ট লাভজনক হবে বলে আশাবাদী মন্ত্রী.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *