হরিপুরে কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, হরিপুর : পাণ্ডবেশ্বর হরিপুরে কো-অপারেটিভ সোসাইটি ও বহুজাতিক সংস্থার যৌথ উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধনে মন্ত্রী অরূপ রায়। বহুজাতিক সংস্থার সাথে গাঁটছরা বাধলো কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সোসাইটি এখন উন্মুক্ত বাজারে প্রবেশ করল।বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কোলিয়ারী এলাকায় হরিপুর কোলিয়ারী এমপ্লয়িস কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড ও রিলায়েন্স সংস্থার jio যৌথ উদ্যোগে ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সমবায় মন্ত্রী অরূপ রায় ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়।




দেখে দেখে কোপারেটিভ সোসাইটি গুলি কে আরো অত্যাধুনিক বাজারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে ও লাভজনক করে তুলতে আধুনিকরণ করা হচ্ছে। তাই পাণ্ডবেশ্বর এর মত মফস্বল এলাকায় এই ডিপার্টমেন্টাল স্টোর খোলার যথেষ্ট তাৎপর্য রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সত্যব্রত সামন্ত, চেয়ারম্যান ফেডারেশন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড,পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী, সহ-সভাপতি রমা রুইদাস,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় বলেন, এই পদক্ষেপ এক নতুন দিশা দেখাবে কো-অপারেটিভ সোসাইটি কে। পশ্চিমবঙ্গের যত কপাটিপ সোসাইটি রয়েছে তাদেরকে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া এবং লাভজনক করাই মূল উদ্দেশ্য। সুর মত জায়গায় প্স্টর যথেষ্ট লাভজনক হবে বলে আশাবাদী মন্ত্রী.
- বার্নপুরে বন্ধ গাড়িতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- Burnpur कार में मिला शव, इलाके में सनसनी
- আসানসোলে কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের ” এসো হে বৈশাখ “
- कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल सांस्कृतिक और साहित्यिक कार्यक्रम
- पांडवेश्वर में बच्चे की खोपड़ी, हड्डियां और कपड़े के टुकड़े बरामद, सनसनी