BARABANI-SALANPUR-CHITTARANJAN

রামনবমী পূজা নিয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিশেষ বৈঠক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আর কয়েকটা দিন পরেই রামনবমী উৎসব। আর এই রাম নবমী তিথি উপলক্ষে বিভিন্ন শোভাযাত্রা আয়োজন করা হয় বিভিন্ন গ্রামে গঞ্জে।শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে মঙ্গলবার সালানপুর ব্লকের রামনবমী কমিটির সদস্যদের নিয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে বৈঠক করা হল।

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকেও বিভিন্ন রকমের ধৰ্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রামনবমী উপলক্ষে। ফলে প্রশাসনের বিশেষ নজর রয়েছে। তবে রাম নবমীর দিন যাতে জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আগেভাগে প্রস্তুত হচ্ছে প্রশাসন।


এদিনের বৈঠকে সুষ্টভাবে উৎসব পালনের কথা বলা হয়েছে।বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কুলটি) সুকান্ত ব্যানার্জি, সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ মনোজিৎ ধাড়া, সমাজসেবী ভোলা সিং
সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জড়বাড়ি, আছড়া, মালবহাল, কুসুমকানালি,নিউমার্কেট,দেশবন্ধু পার্ক,সহ মোট কুড়িটি রামনবমি পূজা কমিটি সংস্থার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।


এদিন পুলিশ প্রসাশনের তরফে জানিয়ে দেওয়া হয়
রাম নবমী উপলক্ষে কেও
কোন উস্কানি মুকল কথাবার্তা যেন না বলে ।তাছাড়া কোথায় কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কোন কোন জায়গায় শোভাযাত্রা বের হবে, বা কোন রাস্তা ধরে সেই শোভাযাত্রা যাবে, সেই সমস্ত তথ্য নেওয়া হয়েছে।
তবে শোভা যাত্রায় ডিজে বাজানো বন্ধ রয়েছে ।একই সাথে অস্ত্র নিয়ে শোভাযাত্রা বেরকরা যাবেনা ।পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে পূজা কমিটি গুলি জাতে স্বেচ্ছাসেবক রাখে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *