বারাবনি বিধানসভায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৬০টি রাস্তার ভার্চুয়াল শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার গ্ৰামীণ রাস্তা নতুন করে তৈরি করা হবে।এমনটাই ঘোষণা করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের” মধ্যে মোট ৬০টি রাস্তার ভার্চুয়াল মাধ্যমে শিল্যানাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার মধ্যে সালানপুর ব্লকে ২২টি রাস্তার এবং বারাবনি ব্লকে ৩৮টি রাস্তার শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তারই পরিপ্রেক্ষিতে সালানপুর ব্লকে কল্ল্যা পঞ্চায়েতের মধ্যে ২টি রাস্তার ফিতা কেটে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সাথে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক আধিকারিক অদিতি বসু এবং বারাবনি
পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার কাছে সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজ সেবি ভোলা সিং সহ অনেকে



একই সাথে পানুডিয়া পঞ্চায়েতের একটি রাস্তার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
সাথে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক আধিকারিক
সৌমিত্র প্রতিম প্রধান , বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ সহ প্রতিটি পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ সদস্যরা বাকি ৫৭টি রাস্তার ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে শিল্যানাস করেন।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বুঝে।তাই রাজ্য জুড়ে উন্নয়ন চলছে।আজ পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ১২০০কিলোমিটার রাস্তার শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই টাকা পুরোটাই রাজ্য সরকারের ফান্ড এতে কোনো ফান্ড কেন্দ্রের নেই।তাই রাজ্যের সমস্ত মানুষের কাছে অনুরোধ মূখ্যমন্ত্রীর পাশে থেকে তার হাত আরো শক্ত করুন।
- Asansol : TMC का मिलन उत्सव, 500 साड़ी वितरण
- কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे
- শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কোক ওভেন ইউনিটে ভাঙচুর, উত্তেজনা
- বিএসএনএল অফিসে আগুন, চাঞ্চল্য