রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের বাইক র্যালি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের তরফে শুক্রবার সকালে মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তরা রাম নবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের এই মোটর বাইক র্যালিতে অংশ নেন ।
আসানসোলের জিটি রোডের উষাগ্রাম থেকে এই রেলি শুরু হয়। পরে তা বিএনআর বার্নপুর রোড, বার্ণপুর বাস স্ট্যান্ড, পুরানিয়া তলাও, বিসি কলেজ রোড, বুধা মোড় এসবি গড়াই রোড হয়ে আবার ঊষা গ্রামে এসে শেষ হয়। মোটরবাইকে রাম নবমীর পতাকা নিয়ে হাজার হাজার রাম ভক্ত এই র্যালিতে স্লোগান দেন। সমাজসেবক কৃষ্ণ প্রসাদ, বিজেপি নেতা নির্মল কর্মকার সহ অনেকেই এই র্যালিতে ছিলেন।
এদিনের এই রেলির জন্য গোটা রাস্তা ও মোড়ে মোড়ে পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया