ASANSOL

অনুব্রত মন্ডলের শুনানি হলোনা, প্রযুক্তিগত ত্রুটিতে তিহার জেলের সঙ্গে যোগাযোগ সমস্যা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ইন্টারনেটের জন্য প্রযুক্তিগত ত্রুটি। সেই কারণে যোগাযোগ করা গেলো না দিল্লির তিহার জেলের সঙ্গে। তারজন্য শুক্রবার পূর্ব নির্ধারিত আসানসোলে বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের শুনানি হলোনা। যে কারণে এদিনের মতো পিছিয়ে গেলো গরু পাচার মামলার শুনানি। আগামী ২৭ এপ্রিল এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে বিচারক রাজেশ চক্রবর্তী এদিন নির্দেশ দেন।


প্রসঙ্গতঃ, গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে দোলের দিন গত ৭ মার্চ দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রত মন্ডলকে। তারপর থেকে তার ঠাঁই হয়েছে দিল্লির তিহার জেলে।
২০২২ সালের ১০ আগষ্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি। তারপর থেকে প্রায় ৬ মাস আসানসোল জেলে ছিলেন কেষ্ট মন্ডল।

Leave a Reply