রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের বাইক র্যালি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের তরফে শুক্রবার সকালে মোটর বাইক র্যালির আয়োজন করা হয়। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তরা রাম নবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের এই মোটর বাইক র্যালিতে অংশ নেন ।



আসানসোলের জিটি রোডের উষাগ্রাম থেকে এই রেলি শুরু হয়। পরে তা বিএনআর বার্নপুর রোড, বার্ণপুর বাস স্ট্যান্ড, পুরানিয়া তলাও, বিসি কলেজ রোড, বুধা মোড় এসবি গড়াই রোড হয়ে আবার ঊষা গ্রামে এসে শেষ হয়। মোটরবাইকে রাম নবমীর পতাকা নিয়ে হাজার হাজার রাম ভক্ত এই র্যালিতে স্লোগান দেন। সমাজসেবক কৃষ্ণ প্রসাদ, বিজেপি নেতা নির্মল কর্মকার সহ অনেকেই এই র্যালিতে ছিলেন।
এদিনের এই রেলির জন্য গোটা রাস্তা ও মোড়ে মোড়ে পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे
- শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কোক ওভেন ইউনিটে ভাঙচুর, উত্তেজনা
- বিএসএনএল অফিসে আগুন, চাঞ্চল্য
- দুর্গাপুর ধর্ষণ কান্ড, তদন্তে চাঞ্চল্যকর মোড়, ম্যাজিস্ট্রেটের কাছে দুজনের গোপন জবানবন্দি
- Asansol : वरिष्ठ व्यवसायी व समाजसेवी कन्हैया लाल शर्मा का निधन