বকেয়া বেতন ও কাজের দাবিতে ইম্পেক্স ফেরোটেক কারখানা গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কদভিটা এলাকার এক বেসরকারি ইম্পেক্স ফেরোটেক কারখানার গেটের সামনে বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা।তাদের দাবি গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রেখে সংস্থা কারখানটি বন্ধ করে দেয়। ফের জানুয়ারিতে মেনটেনেন্স এর নামে কারখানা খোলা হলেও সব শ্রমিককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।যারা সেই সময় কাজ করেছে তাদেরও ফেব্রুয়ারি মার্চের বেতন বকেয়া রাখা হয়েছে।তাছারা শ্রমিকদের বেতন কাঠামো খুবই নগন্য।
মাত্র ২০০ টাকা হাজরিতে কাজ করতে হয়। এর ফলে সংসার চালাতে তারা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে তারা বকেয়া বেতন ও কাজের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন। একই সাথে মালিক পক্ষের কাছে আবেদন করছেন তারা যেন তুঘলকি রাজ ছেড়ে কারখানাটিকে সচল রাখেন,যাতে সমস্ত শ্রমিক পুনরায় কাজে নিযুক্ত হতে পারে। এই সব দাবি তুলেই শনিবার কারখানার গেটে বিক্ষোভ চলতে থাকে। একই সাথে কারখানার গেটের সামনের রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা আরো যে সব কারখানা রয়েছে তাদের পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যায় এই অবরোধে।ঘটনাস্থলে পৌছায় চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ।
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम