সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেল এর তরফে কর্মীসভা উপস্থিত বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সালানপুর ব্লকের আদিবাসী সেল নিয়ে সম্মেলন করল তৃণমূল। রবিবার সালানপুর ব্লকের
হিন্দুস্থান কেবেলস শ্রমিক মঞ্চে এই সন্মেলেন হয়ে গেল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে। এদিন বিকেল ৪ টা থেকে এই সম্মেলন চলে। এদিনের কর্মসূচিতে
বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,জেলা পরিষদের
কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং ,মহিলা নেত্রী অপর্ণা রায়,মনোজ তেওয়ারি , আদিবাসী ছেলের সভাপতির জয়েস হাঁসদা ও বিশিষ্ট জেলা সদস্য লখিন্দর মারানন্ডি। সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মি
সম্মেলনে সালানপুর ব্লকের প্রচুর আদিবাসী সেল এর কর্মীরা ভিড় জমান।




প্রসঙ্গত, সামনের পঞ্চায়েত কে লক্ষ্য করেই এই কর্মি সভা আর তাই কর্মীদের অভাব অভিযোগ জানাহয় এই কর্মি সভার মধ্যে যেখানে বেশির ভাগ মানুষের চাহিদা পানীয় জল ,রাস্তা ,জাহির থান, সিধু কানু মূর্তি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।তাছাড়া আছড়া পঞ্চায়েত এর আদিবাসি মানুষ একটিও আবাস যোজনার বাড়ি আসেনি সেই নিয়েও অভিযোগ উঠে আসে ।
এই কর্মি সন্মেলনে এর মধ্যে দিয়ে বিধান উপাধ্যায় জানান পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চলছে দিদির দুত কর্মসূচি সেখানেই গ্রামে গ্রামে গিয়ে সকলের অভিযোগ নেওয়া হচ্ছে যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে ।তাছাড়া এই সরকারের আমলে প্রচুর কাজ হয়েছে রাস্তা ,ঘাট ,পথ বাতি,বাড়ি বাড়ি জল সবই দিয়েছে তার মধ্যেও যেসকল সমস্যা রয়েছে সেগুলি সমাধান করা হবে বলে বিধায়ক জানান ।
- Andal ट्रैफिक गार्ड भवन का उद्घाटन किया सीपी ने
- वक्फ मुद्दे पर दिल्ली में करें आंदोलन, हिंसा में मृतकों के परिवार को मदद : ममता बनर्जी
- ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন সিপি
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता