আসানসোলে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, জাতীয় সড়কে দূর্ঘটনাকে কেন্দ্র করে অবরোধ বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হলো । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে ও ঐ জায়গায় একটি আন্ডারপাস তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যে কারণে শীতলা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয়ে যানজট। খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ।
সোমবার সকালে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোডের কাছে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে। পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত শিশুর নাম মহম্মদ হাসান। তার বাড়ি আসানসোল উত্তর থানার শীতলা মোড়ের অদূরে মৌজুরিতে। এরপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতারা। সূত্র মারফত খবর, ঐ শিশুটির বাবাও কয়েক মাস আগে মারা গেছেন। এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে গিয়ে বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিন আবারও একই দুর্ঘটনার পুনরাবৃত্তি হল।
বারবার দাবি করা হচ্ছে, এখানে ব্রিজ বা আন্ডারপাস তৈরির জন্য। কিন্তু জাতীয় সড়ক কতৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। এই মুহুর্তে জাতীয় সড়ক নতুন করে সম্প্রসারণ করা হচ্ছে। তাতে আরো সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দারা হুমকি দিয়ে এদিন বলেন, দ্রুত এখানে আন্ডারপাস তৈরির পদক্ষেপ নিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।