ASANSOL

আসানসোল “সৃষ্টি”র উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল ” সৃষ্টি”র উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোলের বার্ণপুর রোডের পুলিশ লাইনের বিপরীতে জীবক ডক্টরস্ চেম্বারে বুধবার এই শিবির হয়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই শিবির আয়োজনে সহযোগিতা করে। ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, ডাঃ প্রবীণ রায়, ডা: দেবাশীষ বন্দোপাধ্যায়, ডাঃ বলাকা গাঙ্গুলি, বিধান চন্দ্র কলেজের প্রাক্তন প্রিন্সিপাল গৌতম বন্দোপাধ্যায়, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, অসীম সরকার, সাইকো কাউন্সিলর বা মনোরোগ পরামর্শদাতা নাতাশা শাসমল প্রমুখ।


উদ্যোক্তাদের তরফে ডাঃ দেবাশীষ বন্দোপাধ্যায় বলেন, এই প্রথম সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আসানসোল “সৃষ্টি”র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই গরমের সময় রক্তের টান থাকে। তাই সাধারণ মানুষের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। মোট ৪১ জন শিবিরে রক্তদান করেছেন। তাদের মধ্যে এমন ৯ জন আছেন যারা কিশোর কিশোরী এদিন প্রথম রক্ত দান করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *