ASANSOL

“দুয়ারে সরকারে” জেলায় প্রথম ৩ দিন, জমা পড়লো প্রায় ৫৭ হাজার আবেদন

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রথম ৩ দিনেই বুধবার পর্যন্ত “দুয়ারে সরকারে” পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ৩ দিন, জমা পড়লো প্রায় ৫৭ হাজার আবেদন, বুধবার জেলায় ২২৯০১টি আবেদন জমা পড়ে, এর মধ্যে ১১৬০৪ টি আবেদন যাচাই করে তার অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে । বুধবার বিকেলে আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুন প্রসাদ দুয়ারে সরকার নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়াও অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল জেলার পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিক তমোজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।


জেলাশাসক জানান জেলায় মোট ২১৫৪ টি ক্যাম্প বা শিবির হবে। এই জেলায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আবেদন স্বাস্থ্য সাথীর জন্য ৪৬৬৪ জন আবেদন করেছেন এবং লক্ষ্মী ভান্ডারের জন্য ৩৫১০ জন আবেদন করেছেন। কন্যাশ্রীতে ৬৫৯ জন, কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য ৯ জন আবেদন করেছেন। জেলাশাসকের জানতে চাওয়া হয়েছিল কৃষাণ ক্রেডিট কার্ড বা ছাত্র-ছাত্রীদের পড়ার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাংক গুলির ভূমিকা খুব ভালো নয়। সম্প্রতি ব্যাংকার্স ক্লাবের বাইশটি ব্যাংক নিয়ে সভাতে এই বিষয়টি উঠে এসেছিল এই জেলায়। এর উত্তরে জেলাশাসক বলেন, আমরা বিষয়টি ব্যাংক গুলির রাজ্যস্তরের সাথেও প্রয়োজনে কথা বলছি । এই সমস্যার আমরা দ্রুত সমাধান করব। তিনি আরো বলেন, রাজ্য সরকারের দুয়ারে সরকার নিয়ে যে প্রকল্প চলছে সেগুলির জন্য কারোর কোন অসুবিধা হলে সরাসরি বিডিও, মহকুমা শাসক বা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করুন। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *