বিধায়কের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন ভোলা সিং
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়নপুর নান্দনিক হলে আজ ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়।এই ক্যাম্পের দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের তরফে মোট ৩৩ টি প্রকল্প উপকৃত হবে সাধারণ মানুষ।যেখানে রয়েছে লক্ষীর ভান্ডার,রেশন কার্ড সংশোধন, ইলেকট্রিক সংক্রান্ত সমস্যা সহ একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা।এদিন দুয়ারে সরকার শিবিরে বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং পরিদর্শন করেন।তিনি ঘুরে দেখেন সাধারণ মানুষের শিবিরের মধ্যে কোনো প্রকার অসুবিধা হচ্ছে কি না।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/04/IMG-20230406-WA0149-500x281.jpg)
তিনি বলেন বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সালানপুর ব্লকের মধ্যে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প গুলি পরিদর্শন করা হচ্ছে।এলাকায় যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা কোনো কারণ বসত পাচ্ছে না তাদের জন্যই এই শিবিরের পূনরায় আয়োজন করা হয়েছে।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি