বাড়িতে বিস্ফোরণের ঘটনা, তদন্তে ফরেনসিক দল ও বোম স্কোয়াড
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির শাঁকতোড়িয়া এলাকায় একটি বাড়িতে বিস্ফোরনের ঘটনার তদন্তে নামলো ফরেন্সিক দল ও বোম স্কোয়াড। সোমবার ফরেন্সিক দলে এবং রাজ্য পুলিশের সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা বেশ কয়েক ঘন্টা ধরে ঐ বাড়ি সরজমিনে পরিদর্শন করেছেন। সেখান থেকেই তারা বেশ কিছু ভাঙাচোরা জিনিস ও অংশের নমুনাও সংগ্রহ করেছেন। এরপর তারা ঐ ঘরটি আবার সিল করে দেন।




যদিও ওই বাড়ির গৃহকত্রী গৃহবধূ বেবি ঘাসি বলেন, পুলিশকে বলেছি আপনাদের যত তদন্ত করার তাড়াতাড়ি করুন ও আমাদের বাড়িতে আমাদের ফিরিয়ে দিন। কেননা আমরা অন্যের বাড়িতে রয়েছি। আবার মেরামত করে আমাদের এই বাড়িতেই থাকতে হবে।
প্রসঙ্গত দিন কয়েক আগে গভীর রাতে এই বাড়িতে একটি বিস্ফোরনের ঘটনা ঘটেছিল। তাতেই রান্নাঘরের ছাদ এবং পাশের একটি রান্না ঘরের ছাদ উড়ে যায়। তবে কি কারণে এই বিস্ফোরন তা এখনও জানা যায়নি। তাই এদিন এই ঘটনার তদন্তে এল ফরেন্সিক ও বোম স্কোয়াড দল। তবে তারা অবশ্য এই তদন্ত নিয়ে কোন মন্তব্য করতে চাননি।পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অবশ্য এই ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে। বিস্ফোরণের পরে বাড়ির কর্তা ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো।
- नगर निगम के सेवानिवृत कर्मियों की विदाई
- বার্নপুরে দামোদর নদীর রেল ব্রিজের পিলারের বিপজ্জনক অবস্থা, দুর্ঘটনার আশঙ্কায়, মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের
- গরু বোঝাই গাড়ি আটকানোর অভিযোগ দায়ের দুর্গাপুরের থানায়, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের জেলা সভাপতি
- পাচার করার সন্দেহে মারধর, গরু ভর্তি পিকআপ ভ্যান আটকালো বিজেপি যুব মোর্চা
- SAILडिप्लोमा अभियंताओं के मुद्दों पर DEFI ने मंत्री एवं सांसदों से की मुलाकात