RANIGANJ-JAMURIA

দুয়ারে সরকারপরিষেবা প্রদান অনুষ্ঠান, রানীগঞ্জে প্রধান সচিব

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দুয়ারে সরকার এবার বুথে বুথে। এই কর্মসূচিকে এবার সফল করার লক্ষ্যে, বুধবার রানীগঞ্জের প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত এলাকা তিরাট অঞ্চলে সম্পন্ন হল পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের, পরিষেবা প্রদান অনুষ্ঠান। এদিন রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প। যেখানে বিশেষভাবে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ ও উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রধান সচিব, আই.এ.এস. রোশনি সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব পান্ডে, পশ্চিম বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের আধিকারিক. মালবিকা খাটুয়া, সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী হেমব্রম প্রমুখ।

এদিনের এই ক্যাম্প পহেলা এপ্রিল থেকে দশই এপ্রিল যে ক্যাম্প করা হয়েছিল, সেখানে আবেদন করা, উপভোক্তাদের পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। মোট ৫২ জন উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয় এই ক্যাম্প থেকে। যেখানে রোশনি সেন জানান মুখ্যমন্ত্রীর ইচ্ছে, সমস্ত সাধারণ মানুষের কাছে যেন সরকারের সব কটি পরিসেবা পৌঁছে যায়, তারই লক্ষ্যে এবার বুথে বুথে এই ক্যাম্প করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *