রানিগঞ্জে সুস্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন,মোট ৭৮ টি এ ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: বুধবার রানিগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের সিয়ারসোল ওসিপি এলাকায় এক স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন কর্মসূচিতে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বাম জমানার কথা টেনে সে সময়ের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি দাবি করলেন এই স্বাস্থ্য কেন্দ্র ৪০ বছর আগেই গড়ে তোলা সম্ভব ছিল, কিন্তু এক শুধুমাত্র রাজনৈতিক পরিকল্পনা করে ঝান্ডা ধরার লোক যোগাড় করতে এই স্বাস্থ্য কেন্দ্রগুলি করা হয়নি, তার দাবি গরিব মানুষ কে তাদের ন্যায্য অধিকার ও সব অভাব অভিযোগ পূরণ করে দিলে তাদের ঝান্ডা ধরার লোক থাকত না, তাই অসহায় মানুষের অভাবের সুযোগ নিয়ে, রাজনীতি করেছে পূর্বের সরকার। তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার সাধারণ গরিব মানুষের পাশে সর্বদাই রয়েছে তাই প্রতিটি ক্ষেত্রেই তারা সহায়তার উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
বুধবার আসানসোল কর্পোরেশনের উদ্যোগে ওয়ার্ডে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে সিয়ারশোল ওসিপির সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলো ৩২ লক্ষ টাকা ব্যয় করে যেখানে আশা কর্মীদের সাথে স্বাস্থ্য দপ্তরের কর্মী ও চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানা গেছে।
আসানসোল কর্পোরেশনের মোট ৭৮ টি এ ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে, যার মধ্যে ইতিমধ্যেই ২৬ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কাজ হয়ে গেছে। এবার সেই ২৬ নম্বর স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন পর্ব সম্পন্ন হল। বুধবার যার উদ্বোধন পর্বে হাজির হয়ে শিলা স্তম্ভের আবরণ উন্মোচন করে ফিতে কেটে উদ্বোধন পর্ব সারলেন, আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডঃ এস কে মাঝি প্রমূখ।