আসানসোল পিএনবি শাখায় ১২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১২৯ তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। এই উপলক্ষে বুধবার সকালে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের পিএনবি শাখায় ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাঙ্কের গ্রাহক, কর্মী ও প্রাক্তন কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার (বিএম) উমেশ শর্মা ও সহকারী শাখা ম্যানেজার ( এবিএম) শিবানী সিনহা।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাঙ্কের গ্রাহকদের যতটা পরিসেবা দেওয়ার কথা, তা সবসময় দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্কের গ্রাহকেরা খুশি এই শাখা থেকে পরিসেবা পেয়ে।













- আসানসোল রবীন্দ্রভবনে ইনুমেরেশন ফর্ম নিচ্ছেন বিএলও,বাড়ি – বাড়ি না যাওয়ার অভিযোগ
- আসানসোলের রেলপার এলাকা নিয়ে একাধিক দাবি, জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে থানায় বিক্ষোভ
- আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্তি, দুদিনের অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
- Asansol Girls College के 75 वर्ष पूरे, भव्य सांस्कृतिक कार्यक्रम का शुभारंभ
- পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী

