আসানসোল পিএনবি শাখায় ১২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১২৯ তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। এই উপলক্ষে বুধবার সকালে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের পিএনবি শাখায় ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাঙ্কের গ্রাহক, কর্মী ও প্রাক্তন কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার (বিএম) উমেশ শর্মা ও সহকারী শাখা ম্যানেজার ( এবিএম) শিবানী সিনহা।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাঙ্কের গ্রাহকদের যতটা পরিসেবা দেওয়ার কথা, তা সবসময় দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্কের গ্রাহকেরা খুশি এই শাখা থেকে পরিসেবা পেয়ে।




- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ