আসানসোল পিএনবি শাখায় ১২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১২৯ তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। এই উপলক্ষে বুধবার সকালে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের পিএনবি শাখায় ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাঙ্কের গ্রাহক, কর্মী ও প্রাক্তন কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার (বিএম) উমেশ শর্মা ও সহকারী শাখা ম্যানেজার ( এবিএম) শিবানী সিনহা।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাঙ্কের গ্রাহকদের যতটা পরিসেবা দেওয়ার কথা, তা সবসময় দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্কের গ্রাহকেরা খুশি এই শাখা থেকে পরিসেবা পেয়ে।




- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर