আসানসোল পিএনবি শাখায় ১২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১২৯ তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। এই উপলক্ষে বুধবার সকালে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের পিএনবি শাখায় ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাঙ্কের গ্রাহক, কর্মী ও প্রাক্তন কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার (বিএম) উমেশ শর্মা ও সহকারী শাখা ম্যানেজার ( এবিএম) শিবানী সিনহা।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাঙ্কের গ্রাহকদের যতটা পরিসেবা দেওয়ার কথা, তা সবসময় দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্কের গ্রাহকেরা খুশি এই শাখা থেকে পরিসেবা পেয়ে।
- ECL : खदान के अंदर कन्वेयर बेल्ट में फंसने से कर्मी की मौत, प्रदर्शन
- খনির নিচে বেল্টে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ
- आसनसोल में रविंद्र चर्चा संस्था के नए कार्यालय का उद्घाटन
- দক্ষিণবঙ্গে এই প্রথম বিশেষ সমীক্ষায় ডুগডুগি পাখির সন্ধান মিলল, চিত্তরঞ্জন এর জলাশয় বিদেশি পাখির সংখ্যা কমছে
- Indian Bank ने नीलाम संपत्ति को किया हैंडओवर