আসানসোল পিএনবি শাখায় ১২৯ তম প্রতিষ্ঠা দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১২৯ তম প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে পিএনবি বা পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের। এই উপলক্ষে বুধবার সকালে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের পিএনবি শাখায় ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাঙ্কের গ্রাহক, কর্মী ও প্রাক্তন কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার (বিএম) উমেশ শর্মা ও সহকারী শাখা ম্যানেজার ( এবিএম) শিবানী সিনহা।
এই প্রসঙ্গে ম্যানেজার বলেন, এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাঙ্কের গ্রাহকদের যতটা পরিসেবা দেওয়ার কথা, তা সবসময় দেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্কের গ্রাহকেরা খুশি এই শাখা থেকে পরিসেবা পেয়ে।




- Asansol : पानी के लिए जनता जीटी रोड पर, पार्षद को घेरा
- তৃণমূল কংগ্রেস এর বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিশেষ সভা
- আসানসোলে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে মহকুমাশাসক
- আসানসোলের ১১৭ টি স্কুলের ৬৭৫ জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা
- Asansol : कोर्ट में 15 महीने में ऐतिहासिक फैसला, नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा