আসানসোলে পৃথক তিনটি পথ দূর্ঘটনা, মৃত্যু এক মহিলা সহ তিনজনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পৃথক তিনটি পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলা সহ তিনজনের। ঘটনা তিনটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়ক সংলগ্ন সেনরেল মোড়ে, আসানসোল দক্ষিণ থানার ডামরা ও রানিগঞ্জ থানার ২ নং জাতীয় সড়কের জেকে নগর মোড়ে। মৃতদের নাম হলো দূর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর উত্তর পাড়ার শিখা রায় (৫৬), আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামের মঙ্গল মূর্মু (৩৮) ও রানিগঞ্জ থানার বিধানবাগের তপন রুইদাস (৪৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে তিনটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে দূর্গাপুরের কাঁকসার বাসিন্দা শিখা রায় আসানসোল উত্তর থানার সেনরেল মোড়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। তাতে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, এদিন সকালে ঠ্যালা রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ২ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন তপন রুইদাস। সেই সময় একটি গাড়ি রানিগঞ্জ থানার জেকে নগর মোড়ে পেছন দিক থেকে তাকে ধাক্কা মারে। ধাক্কায় দূরে ছিটকে পড়েন ঐ ঠ্যালা রিক্সা চালক। গুরুতর আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, এদিন সকালে আসানসোল দক্ষিণ থানার ডামরায় ট্রাক্টর থেকে পড়ে আহত হয় মঙ্গল মূর্মু। তাকেও আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায় এই তিনটি ঘটনায় আলাদা করে তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
পুকুরের জলে ডুবে মৃত্যু বৃদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুুকুরের জলে হাতপা ধুতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোল জামুড়িয়া থানার শ্রীপুর বাজারের কেন্দুলিয়া এলাকায়। মৃত বৃদ্ধার নাম কল্যানী মন্ডল (৭০)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো এদিন সকালে বাড়ির অদূরে পুকুরের জলে হাতপা ধুতে নামেন কল্যানী মন্ডল। অসাবধানতার কারণে তিনি পুকুরের জলে পড়ে ডুবে যান৷ আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে আসেন বাড়ির লোকেরাও। বৃদ্ধাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ