ASANSOL

লায়ন্স ক্লাব আসানসোল নর্থ পক্ষ থেকে পথচলতি মানুষের মধ্যে জলের বোতল এবং চকলেট বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
রবিবার সকাল থেকেই
লায়ন্স ক্লাব আসানসোল নর্থের পক্ষ থেকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসের প্রধান ফটকের সামনে জিটি রোডে পথচলতি মানুষের মধ্যে জলের বোতল এবং চকলেট বিতরণ করা হয়। লায়ন্স কুন্তল মুখার্জি, মিন্টু দেব, স্বরূপ ব্যানার্জী, অরিজিত গোস্বামী, রঞ্জিত সিং, তাপস মজুমদার, জোনাকি গুপ্ত, সুরঞ্জন ধর এবং লায়ন্স বাপ্পা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



সংগঠনের আধিকারিকরা জানান, প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে তাদের সংগঠনের পক্ষ থেকে আজ এই অভিযান চালানো হয়। এই প্রসঙ্গে কুন্তল মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরের মতো এ বছরও তার সংগঠনের পক্ষ থেকে একটি প্রচারণা চালানো হচ্ছে।তিনি জানান, তার সংগঠন সব সময় সামাজিক কাজে যুক্ত থাকে। পাশাপাশি এই বছর প্রচণ্ড গরমের প্রেক্ষিতে লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি রবিবার সকালে আসানসোলের কোনও না কোনও জায়গায় এইরকম শিবির স্থাপন করে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *