DURGAPUR

Raju Jha Murder Case : রানিগঞ্জের কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ গ্রেপ্তার !

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : রাজু ঝা হত্যাকান্ড: রানিগঞ্জের কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ গ্রেপ্তার! কয়লা ও হোটেল ব্যবসায়ী রাজু ঝা হত্যা মামলায় অবশেষে সাফল্য পেল পুলিশ। এ ঘটনায় অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মূলত বাঁকুড়ার বাসিন্দা। তবে তিনি দুর্গাপুরে থাকতেন। তিনি রানিগঞ্জের কুখ্যাত কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ বলে জানা গেছে যাকে গ্রেফতারও করেছিল সিবিআই।

উল্লেখ্য, গত ১ এপ্রিল কয়লা ও হোটেল ব্যবসায়ী রাজু ঝাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড়ে। রাজু ঝা কিছু সহকর্মীর সাথে শক্তিগড়ের একটি লেংচা দোকানের কাছে ছিলেন। এসময় খুনিরা তাকে লক্ষ্য করে নির্বিচারে এলোপাথাড়ি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে তিনজন হামলাকারী ছিল। বিষয়টি তদন্তে পুলিশ একটি এসআইটিও গঠন করেছে।

একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। ওই মামলায় গরু পাচারের পলাতক অভিযুক্ত আব্দুল লতিফের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এবার এই মামলায় কয়লা ব্যবসায়ীর এক ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেফতার করায় বিষয়টিতে নতুন মোড় দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *