সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত
বেঙ্গল মিরর, বর্ধমান, ২১ এপ্রিল : সিপিএম পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কমরেড মদন ঘোষ ৮১ বছর বয়সে আজ সকাল ৭টা ১০ নগদ প্রয়াত হয়েছেন। আজ সকাল ১১ টায় জেলা পার্টি কার্যালয়ে প্রয়াত কমরেড মদন ঘোষের মরদেহ নিয়ে আসা হয়।




রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোঃ সেলিম ও রাজ্য কমিটির সদস্যগণ কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত্য মল্লিক, কমরেড সৈয়দ হোসেন ও কমরেড পার্থ মুখার্জ্জী প্রয়াত নেতা কমরেড মদন ঘোষের মরদেহে পার্টির রক্তপতাকা দিয়ে শ্রদ্ধা জানান। বিকাল ৪টা পর্যন্ত প্রয়াত নেতার মরদেহ এখানে শায়িত থাকবে। এরপর প্রয়াত নেতার শেষ যাত্রার শোক মিছিল শুরু হয় এবং বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তাঁর মরদেহ দান করা হয়।
- West Bengal School Reopen : स्कूल कब खुलेंगे, निर्देश जारी
- প্রাকৃতিক দূর্যোগের প্রভাব আটকাতে ভাবনা, গ্রাহকদের আরো উন্নত পরিসেবা দিতে উদ্যোগী ইন্ডিয়া পাওয়ার
- হরি মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক
- CITU का 54 वां स्थापना दिवस : बर्नपुर में रक्तदान शिविर
- ADPC : हीरापुर थाना व ट्रैफिक गार्ड की ओर से रक्तदान शिविर