BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকে তিনটি কমিউনিটি বিল্ডিং ও রাস্তার উদ্বোধন করা হল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত আছড়া পঞ্চায়েতে একটি রাস্তা ও ফুলবেরিয়া বলকুন্ডা পঞ্চায়েত এবং এথড়া পঞ্চায়েতে দুটি
কমিউনিটি হলের উদ্বোধন করলেন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং আড্ডা চেয়ারম্যান তথা রানীগঞ্জ বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ।দুজনে যৌথভাবে ফিতা কেটে এবং নারকেল ফাটিয়ে কমিউনিটি হলের উদ্বোধন করেন।

এদিন সালানপুর ব্লকের ফুলবেরিয়া গ্রাম পঞ্চায়েতে একটি এবং এথোরা গ্রাম পঞ্চায়েতে দুটি এডিডিএ তহবিল থেকে 10-10 লক্ষ টাকা ব্যয়ে, নবনির্মিত কমিউনিটি বিল্ডিং ও আছরা পঞ্চায়েত, 24 লক্ষ 25 হাজার টাকা ব্যয়ে হরশাডি গ্রামীণ রাস্তা নির্মিত হয়েছিল তারই উদ্বোধন অনুষ্ঠানে এসে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বারাবনির বিধায়কের প্রচেষ্টায় ব্লকে তিনটি নবনির্মিত কমিউনিটি বিল্ডিং এবং একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে।

কয়েক মাস আগে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, খুব দ্রুত সবকিছু প্রস্তুত করা হয়েছে। গ্রামবাসীদের এখন কোনো কর্মসূচিতে অসুবিধার সম্মুখীন হতে হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবক ভোলা সিংহ সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *