ASANSOL

পশ্চিম বর্ধমানের জেলাশাসকের উপস্থিতিতে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সার্কিট হাউসে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদের উপস্থিতিতে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির বৈঠক হয়। এই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, জেলার গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের আধিকারিক তমজিত চক্রবর্তী সহ বিভিন্ন বিভাগের প্রধান আধিকারিকরা উপস্থিত ছিলেন।


বৈঠকে জেলাশাসক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সকিউটি ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চান ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প তা কতদূর হয়েছে এবং কোথায় কোথায় কাজ আটকে আছে। চলতি আর্থিক বছরে যে প্রকল্প শুরু হওয়ার কথা সেগুলো শুরু হয়েছে কিনা তাও তিনি জানতে চান। পাশাপাশি কবে প্রকল্পগুলি শেষ হবে তাও তিনি তথ্যসহ সংগ্রহ করেন। একইভাবে জেলায় ২২৭ টি যে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজ চলছে সেগুলো কোথায় কতটা এখনো অসম্পূর্ণ তারও তথ্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছ থেকে নেন ।

এছাড়াও বৈঠক পুর এলাকায় পাড়ায় পাড়ায় সমাধানে যে বিষয়গুলো ছিল তাও কিছু কিছু ক্ষেত্রে এখনও অসম্পূর্ণ থেকে যাওয়া কথা জানানো হয়। দ্রুত সেগুলি শেষ করার জন্য তিনি নির্দেশ দেন। সামনে পঞ্চায়েতে নির্বাচন আসছে। এই অবস্থায় জেলায় যে আটটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উন্নয়নমূলক কাজগুলিও নিয়ে বৈঠকে আলোচনা হয় বলেই জানা গেছে। এদিনের বৈঠকে সরকারি প্রকল্প ও কাজ দ্রুত করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *