কুলটির ঘটনা বাড়ির অদূরে জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত ও দেব ভট্টাচার্যঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বিষ্ণু বিহার এলাকার বাসিন্দা বিট্টু সাউ(২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিক্রম সাউ নামে তার এক ভাই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে ত মৃত বলে ঘোষণা করেন। যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে মঙ্গলবার তার দেহের ময়নাতদন্ত হবে আসানসোল জেলা হাসপাতালে। এ বিষয়ে অবশ্য পুলিশের কাছে কোন অভিযোগ সোমবার রাত পর্যন্ত জমা পড়েনি। তবে এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।
এ বিষয়ে মৃত যুবকের ভাই বিক্রম কুমার সাউ বলেন, এদিন দুপুর আড়াইটে/তিনটে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তারা খোঁজখবর শুরু করেন। বাড়ির লোকজন যখন তার মোবাইলে ফোন করেন তখন তা কেউ রিসিভ করেনি। এরপর বিট্টুর বন্ধুদের ফোন করা হলে তারা বলে যে তাদের সঙ্গে সে নেই। এতে চিন্তিত হয়ে বাড়ির লোকজন নিয়ামতপুর মোড় বাজার থেকে শুরু করে সংলগ্ন সমস্ত জায়গায় তার খোঁজ করেন। এরপর তারা সেখানে না পেয়ে বাড়ি ফিরে আসেন। আবার বাড়ির আশেপাশে বিট্টুর খোঁজ করতে শুরু করেন। এরপর কোন জায়গায় না পেয়ে কাছেই পলাশ বাগান জঙ্গলে দিকে গেলে তাকে সেখানে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে সেখান থেকে উদ্ধার করে তারা সন্ধ্যা ৬ টা নাগাদ কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু সেখানে বলা হয়, তার শারীরিক অবস্থা ঠিক নয়। এরপর তাকে আসানসোল জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হলে হাসপাতালের এমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। আরো জানা গেছে, মৃত যুবক ঝাড়খণ্ডের কোন কলেজ থেকে স্নাতক হয়। বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার ভাইয়ের এই রকম রহস্য মৃত্যু কিভাবে হল সে বিষয়ে তিনি অবশ্যই জানতে চান। যদিও মৃত যুবকের পরিবারের তরফে রাত পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।
- Asansol : दो दुकानें जलकर राख
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन