জনবহুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো জল ট্যাঙ্কার
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* জনবহুল হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো একটি জল ট্যাঙ্কার। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার দোমহানি বোর্ডিং মাঠের কাছে। রাস্তায় জল ভর্তি ট্যাঙ্কার উল্টানোয় প্রাণে বেঁচে যান অনেক মানুষ। তবে জল একটি মুদির দোকানে ঢুকে যায়। এরফলে ঐ দোকানে থাকা সব জিনিস জলে নষ্ট হয়ে যায়। বলতে গেলে বড়সড় ঘটনার হাত থেকে রেহাই পায় গোটা এলাকা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করে নিয়ে যায়। তবে ঘটনার পরেই চালক পালিয়ে যাওয়ায়, পুলিশ তাকে ধরতে পারেনি।



জানা গেছে, বারাবনি ব্লকের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচইর একটি জল ট্যাঙ্কার এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ দোমোহানি জল ট্যাঙ্কি থেকে পানীয় জল নিয়ে যাচ্ছিল বিভিন্ন গ্রামের সরবরাহ করার জন্য। হঠাৎই জলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দোমোহনি বোডিং মাঠের কাছে। সেখানে এদিন বসে ছিল হাট। অল্পের জন্যে অনেক মানুষ বেঁচে যান। কিন্তু অবশেষে দেখা গেল নন্দু বার্ণোয়াল নামে এক শারীরিক প্রতিবন্ধীর মুদির দোকানে পুরো ট্যাঙ্কারে জল ঢুকে যায়। দোকান মালিক বলেন, জল ঢুকে পড়ায় প্রচুর টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। আমাকে এরজন্য ক্ষতি পূরণ দিতে হবে। ঘটনার পরেই খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ছুটে আছে। জলের ট্যাংকারটিকে নিয়ে যাওয়া হয় বারাবনি থানায়।
জানা গেছে, রাজ্য সরকারের পিএইচই দপ্তরের তরফে এই ট্যাঙ্কার গুলি দিয়ে জল দেওয়া হয় আশেপাশের গ্রামে।
পুলিশ জানায়, ট্যাঙ্কারের চাকায় কোন যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। চালক ঘটনার পরে ঐ জায়গা থেকে পালিয়ে যায়।
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार