জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, আসানসোলে : আগামী 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি।রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠকে একথা বলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি।তিনি কাঁকসা হয়ে এসে বারাবনিতে রাত্রিবাস করবেন।তাই এই কর্মসূচি নিয়ে এদিন এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।




এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন পঞ্চায়েত নির্বাচনে কোলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে।এমনকি প্রার্থীর ফর্ম কোলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে।এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কোলকাতা থেকে করা হবে।
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- Mamata Banerjee Target 2026 : ‘आमार पाड़ा, आमार समाधान’ स्कीम की घोषणा, 8 हजार करोड़ का आवंटन
- Asansol साउथ पीपी प्रभारी का तबादला