আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা এডিডিএ সিইও রাহুল মজুমদারকে কলকাতা উত্তরের ডিইও হিসাবে বদলি করা হয়েছে। রাজ্যের রাজ্যপালের যুগ্ম সচিব এই তথ্য জানিয়েছেন। এর তথ্য কর্পোরেশন কমিশনার রাহুল মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তাকে খুব শীঘ্রই কলকাতা উত্তরের ডিইও-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




- Asansol : महिला की रहस्यमय मौत, बेटा गंभीर, जांच को पुलिस
- ত্রিকোণ প্রেম থেকে বিবাদে গলা কেটে খুন, মূল অভিযুক্ত ধৃতকে জেরা করে উদ্ধার স্কুটি ও ছুরি
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি
- IT RAID : कारोबारी के ठिकानों पर दबिश, घंटों जांच