আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা এডিডিএ সিইও রাহুল মজুমদারকে কলকাতা উত্তরের ডিইও হিসাবে বদলি করা হয়েছে। রাজ্যের রাজ্যপালের যুগ্ম সচিব এই তথ্য জানিয়েছেন। এর তথ্য কর্পোরেশন কমিশনার রাহুল মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তাকে খুব শীঘ্রই কলকাতা উত্তরের ডিইও-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।














- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए
- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের


